পারফর্মড গ্রাইন্ড কাটিং টুলস
৮ সপ্তাহ
শিখনফল: প্রশিক্ষণ শেষে প্রশিক্ষার্থী পেডেলস্টার গ্রাইন্ডিং মেশিনে নির্দিষ্ট পরিমাপ অনুসারে সাইড কাটিং টুল গ্রাইন্ডিং করতে পারবে।
১. ম্যাটেরিয়াল সংগ্রহ কর।
২. প্রয়েজনীয় গ্রাইন্ডিং মেশিন সংগ্রহ কর।
৩. পিপিই পরিধান কর।
৪. ড্রইং অনুযায়ী গ্রাইন্ডিং কর।
৫. গেজের সাহায্যে অ্যাঙ্গেল পরিমাপ ও পরীক্ষা কর।
৬. ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে পরিমাণ পরীক্ষা কর।
৭. মেশিন পরিষ্কার কর।
৮. ওয়ার্কপ্লেইস পরিষ্কার কর।
৯. যন্ত্রপাতি স্টোরে জমা দাও।
কাজটি প্রশিক্ষকের নিকট জমা দাও।