লেদ অপারেশন
৩ দিন

শিখনফলঃ

এই ইনফরমেশন শীট ত্বাত্তিকভাবে আয়ত্ব করার পর প্রশিক্ষণার্থী নিম্নলিখিত বিষয়ে জ্ঞান অর্জন করবে।


১। লেদ মেশিনে শ্রেণিবিন্যাস এবং লেদ মেশিনের বিভিন্ন অংশের নাম বলতে পারবে।
২। লেদ মেশিনের বিভিন্ন আনুষঙ্গিক সংশ্লিষ্ট অংশের নাম বলতে পারবে।
৩। ইউনিভার্সাল এবং ইন্ডিপেন্ডেন্ট চাকে জব নিউট্রাল করতে পারবে।
৪। কাটিং, স্পীড, ফীড এবং ডেপথ অব কাট সম্পর্কে বলতে পারবে।
৫। নির্দিষ্ট অপারেশনের জন্য নির্দিষ্ট টুল বীট  নির্বাচন করতে পারবে।
৬। মেশিন অন ও অফ করতে পারবে।
৭। ফেসিং, টার্নিং, টেপার টার্নিং, স্টেপ টার্নিং এবং পার্টিং অপারেশন বলতে ও করতে পারবে।
৮। থ্রেডিং অপারেশনের জন্য লেদ চার্ট অনুযায়ী গিয়ার সেটিং করতে পারবে।
৯। নার্লিং এবং ড্রিলিং ও রিমিং অপারেশন করতে পারবে।

সেক্টর