পারফর্ম শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং (SMAW)
২ দিন

শিখনফলঃ

এই ইউনিট অফ কম্পিটেন্সি সম্পন্নের পর শিক্ষার্থীরা যা করতে পারবে-

১। আর্ক ওয়েল্ডিং নিরাপত্তা সম্পর্কে জানতে পারবে।
২। আর্ক ওয়েল্ডিং-এ ব্যবহৃত বিভিন্ন প্রকার টুলস, ইকুইপমেন্ট সম্পর্কে জানতে পারবে।
৩। বিভিন্ন ধরণের ওয়েল্ডিং পজিশন ও জয়েন্ট সম্পর্কে জানতে পারবে।
৪। বিভিন্ন জবে আর্ক ওয়েল্ডিং করতে পারবে।
৫। কারেন্ট ও ভোল্টেজ সম্পর্কে জানতে পারবে।
৬। ইলেক্ট্রোড সম্পর্কে জানতে পারবে।
৭। প্রুভ ও ফিলেট সম্পর্কে জানতে পারবে।
৮। বিভিন্ন পজিশনে প্রুভ ও ফিলেট জোড়া তৈরী করতে পারবে।


এসেসমেন্ট ক্রাইটেরিয়াঃ
১। আর্ক ওয়েল্ডিং শপে ব্যবহৃত বিভিন্ন প্রকার যন্ত্রপাতি সম্পর্কে জানতে পারবে।
২। আর্ক ওয়েল্ডিং এর সাহায্যে ফ্ল্যাট পজিশনে প্রুভ ও ফিলেট জোড়া হাতে-কলমে প্রশিক্ষণ দিতে হবে।
৩। কারেন্ট ও ভোল্টেজ সম্পর্কে জানাতে হবে।
৪। ইলেক্ট্রোড সম্পর্কে জানাতে হবে।
৫। প্রুভ ও ফিলেট সম্পর্কে জানাতে হবে।
৬। ত্রুটি প্রতিকার সম্পর্কে জানতে পারবে।
৭। ওয়েল্ডিং টেস্ট সম্পর্কে জানতে পারবে।

সেক্টর