
মেশিন দ্বারা চামড়া কাটা
১ সপ্তাহ
সূচিপত্র
যেভাবে সক্ষমতাভিত্তিক এই শিখন ইপকরণ ব্যবহার করতে হবে
মডিউলের বিষয়বস্ত
শিখনফল ১: কর্মস্থলে নিরাপদে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে কাজের কৌশল অনুসরণ
শিখন কার্যক্রম
ইনফরমেশন শিট ৫.১-১: কাজের আগে, কাজের সময় এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয়
নিরাপত্তা বিধি
সেলফ চেক ৫.১-১
উত্তরপত্র ৫.১-১
শিখনফল ২: বিভিন্ন ধরনের ও মানের উপকরণ চিহ্নিতকরণ
শিখন কার্যক্রম
ইনফরমেশন শিট ৫.২-১ বিভিন্ন ধরনের ও মানের ম্যাটেরিয়াল চিহ্নিতকরণ
সেলফ চেক ৫.২-১
উত্তরপত্র ৫.২-১
শিখনফল ৩: মেশিনে চামড়া কাটা
শিখন কার্যক্রম
ইনফরমেশন শিট ৫.৩-১: মেশিনে চামড়া কাটার জন্য প্রয়োজনীয় ম্যাটেরিয়াল ও
যন্ত্রপাতি
সেলফ চেক ৫.৩-১
উত্তরপত্র ৫.৩-১
ইনফরমেশন শিট ৫.৪-১: মেশিনে চামড়া কাটা
কার্যক্রমপত্র ৫.৪-১
কার্যসম্পাদন মানদন্ডের তালিকা
সক্ষমতাসমূহের পূনারালোচনা
জেনেরিক
অকুপেশন
শিখনফল ১: কর্মস্থলে নিরাপদে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে কাজের কৌশল অনুসরণ করতে পারবেন।
বিষয়বস্তু
১। প্রয়োজনীয় উপকরণ ও মেশিন ব্যবহারের আগে, ব্যবহারের সময় ও পরে নিরাপত্তাজনিত নিয়ম-কানুন অনুসরণ করা। ২। যন্ত্রপাতি এবং ম্যাটেরিয়াল ব্যবহারের সময় নিরাপত্তাজনিত সতর্কতা চিহ্নিত করা।
৩। ব্যাক্তিগত নিরাপত্তাজনিত পোশাক পরিধান করা।
অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া
১। প্রয়োজনীয় উপকরণ ও মেশিন ব্যবহারের আগে, ব্যবহারের সময় এবং ব্যবহার পরবর্তী সময়ে প্রয়োজনীয় সকল নিরাপত্তার নিয়ম অনুসরন করতে পারবেন।
২। প্রয়োজনীয় উপকরণ ও মেশিন ব্যবহারের আগে, ব্যবহারের সময় ও ব্যবহার পরবর্তী সময়ে অনিরাপদ অথবা ত্রæটিপূর্ণ যন্ত্রপাতি চিহ্নিত করতে পারবেন এবং সেগওলো নির্দেশিত উপায়ে মেরামত করতে পারবেন।
৩। বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং ম্যাটেরিয়াল ব্যবহারের সময় নিরাপত্তাজনিত সতর্কতা চিহ্নিত করতে পারবেন।
৪। ব্যাক্তিগত নিরাপত্তাজনিত পোশাক পরিধান করতে পারবেন।
শর্তাবলি
প্রশিক্ষণার্থীদের অবশ্যই নি¤œবর্ণিত উপকরণ সরবরাহ করতে হবে-
১। বই, ম্যানুয়াল
২। মডিউল বা রেফারেন্স
সম্পন্ন হয়েছে
শিখন কার্যক্রম
শিখনফল : যন্ত্রপাতি ও উপকরণ ব্যবহার করার আগে, ব্যবহার করার সময় ও পরের নিরাপত্তাজনিত নির্দেশনা এবং নিয়ম-কানুন।
শিখন কার্যাবলী বিশেষ নির্দেশনা
যন্ত্রপাতি ও উপকরণ ব্যবহারের আগে, ব্যবহার করার সময় এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় সকল নিরাপত্তার নিয়ম সনাক্ত করে সতর্কতা অবলম্বন করতে পারবেন।
১। ইনফরমেশন শিট ৫.১-১ পড়–ন।
২। সেলফ চেক ৫.১-১ এর উত্তর প্রদান করুন এবং উত্তরপত্র ৫.১-১ এর সাথে মিলিয়ে নিন।
যন্ত্রপাতি ও উপকরণ ব্যবহার করার আগে, ব্যবহার করার সময় ও পরের নিরাপত্তাজনিত নির্দেশনা এবং নিয়ম-কানুন
শিখন উদ্দেশ্য
এই ইনফরমেশন শিটটি পড়ার পর, শিক্ষার্থীরা যন্ত্রপাতি ও উপকরণ ব্যবহারের আগে, ব্যবহার করার সময় ও পরে নিরাপত্তা নির্দেশনা ও নিয়ম-কানুন চিহ্নিত করতে পারবেন।
মেশিনে চামড়া কাটার সময় নিরাপত্তা নির্দেশনা
১. সকল ক্লিকিং প্রেস শুধুমাত্র দুহাতে চালানো উচিত।
২. ক্লিকিং বোর্ডের ওপর শুধুমাত্র সঠিক ছুরি ব্যবহার করা উচিত।
৩. ক্লিকিং বোর্ডের উপর কাঁচি ও ছুরি রাখা উচিত না।
৪. বোর্ড থেকে বের করার জন্য ক্লিকিং ছুরির উজ্জ্বল ধারালো প্রান্তে আঘাত করা উচিত নয়।এতে ছুরিটি লাফিয়ে উঠতে পারে।
৫. হাতে ব্যবহৃত ছুরি তৈরি অথবা ধাঁর দেয়ার সময় পাথরচ‚র্ণ নিরাপদে ব্যবহার করা উচিত।
৬. কাঁচ ছাড়া পাথরচ‚র্ণ ব্যবহার করা উচিন নয়।
৭. ব্যবহারের সময় ছাড়া পাথরচ‚র্ণ সরিয়ে রাখুন
৮. ঢিলেঢালা পোশাক পরিধান এড়িয়ে চলুন। কারণ এত মেশিনে পোষাক আটকে যেতে পারে।
৯. লম্বা চুল নিয়ে মেশিনের কােেছ যাওয়া অথবা মেশিনের কাছাকাছি খোলা কাপড় রাখা উচিত নয়।
১০. ধারালো বা কাটাযুক্ত ছুরি ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ এগুলো দ্বারা আপনার আঙুল কাটা পড়তে পারে।
১১. ছুরি বের করে আনার সময় কখনোই প্রেসের বিমের নিচে হাত বা আঙুল রাখা উচিন নয়।
১২. মেশিন বন্ধ করার পর ক্লিকিং বোর্ডের ওপর কোনো কিছু রাখা উচিত নয়। যখন বিদ্যুৎ বন্ধ করা হবে কখন স্বয়ংক্রিয়ভাবে কার্টি বোর্ডের ওপর বিমটি নেমে আসবে।
১৩. মেশিনে কাজ করার সময় কখনোই অসতর্ক হবেন না।
১৪. অগ্নি-র্বিাপন প্রক্রিয়া সম্পর্কে জানুন। নিজে নিজে বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামতের চেষ্টা করবেন না।
বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ব্যবহারে নিরাপত্তা সতর্কতা
চামড়া কারখানায় কাজ করার সময় হয়ত বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করার প্রয়োজন হতে পারে। এই যন্ত্রপাতি বা উপকরণগওলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করলে অথবা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে ব্যবহার করা না হলে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
কাজ শুরুর পূর্বে
১. প্রশিক্ষণ না থাকলে অথবা অনুমতি ছাড়া কখনোই বৈদ্যুতিক উপকরণ বা এধরনের যন্ত্রপাতি ব্যবহার করবেন না। এ ধরনের যন্ত্রপাতি ব্যবহারের সময় নিরাপদ কার্য-নির্দেশিকা অনুসরণ করুন।
২. ব্যবহারের পূর্বে যন্ত্রপাতি পরীক্ষা করে নিন। শুধুমাত্র ভালোভাবে ব্যবহারের উপযোগী যন্ত্রপাতি ব্যবহার করুন। প্রতিদিন বৈদ্যুতিক সংযোগ ভালোবাবে পরীক্ষা করুন। দেখুন কোনো তার ছেঁড়া বা কাটা আছে কিনা, সংযোগ ছেঁড়া কিনা (যেমন -প্লাগ এর সাথে তারের সংযোগ এবং তারের সাথে যন্ত্রের সংযোগ ঠিক আছে কি না) এবং ভ‚-সংযোগ দুর্বল কিনা। সকল ত্রæটিপূর্ণ যন্ত্রপাতি সম্পর্কে আপনার সুপারভাইজারকে অবহিত করুন। এছাড়াও ত্রæটিপূর্ণ যন্ত্রপাতিগুলো ‘ব্যবহারে অযোগ্য” কথাটি লিখে চিহ্নিত করে রাখুন।
৩. কানের সুরক্ষা উপকরণ পরিধান করুন এবং চুল লম্বা হলে বেঁধে নিন।
৪. সকল নিরাপত্তা যন্ত্রপাতি পরীক্ষা করে দেখুন সঠিক জায়গায় আছে কিনা এবং সঠিকভাবে কাজ করছে কিনা। কোনো যন্ত্র বৈদ্যুতিক সংযোগে প্রবেশ করানোর আগে বৈদ্যুতিক সুইচ বন্ধ আছে কিনা দেখে নিন। যিনি অপারেটর শুধুমাত্র তিনিই যন্ত্রটি চালু করবেন।
চলমান যন্ত্র বা উপকরণ
৫. চলমান বৈদ্যুতিক যন্ত্র বা উপকরণের কাছাকাছি অবস্থান করুন।
৬. আপনি যে মেশিনটি ব্যবহার করেছিলেন তা সম্পূর্ণ থেমে যাওয়ার আগে মেশিন থেকে দূরে সরে যাবেন না। বৈদ্যুতিক যন্ত্র বন্ধ করার পর এর পাখা সম্পূর্ণভাবে থামতে মাত্র কয়েক সেকেন্ড সময়ের প্রয়োজন হয়। কিন্ত এই অল্প সময়েও এর দ্বারা কেউ আহত হতে পারে। কারণ এর পাখাগুলো তখনও ঘুরতে থাকে।
৭. ঘূর্ণায়মান অংশ থেকে আপনার হাত দূরে রাখুন।
৮. যন্ত্রের কাটার যেন কোনোভাবে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসতে না পারে তা নিশ্চিত করুন।
৯. সবসময় যন্ত্রের ওপর আপনার নিয়ন্ত্রন শক্তভাবে বজায় রাখুন।
১০. যেকোনো ধরনের সেটিং পরিবর্তন করার পূর্বে বৈদ্যুতিক যন্ত্র বন্ধ করুন। যন্ত্রের সেটিংস পরিবর্তন করা বা সমন্বয় করার প্রয়োজন হলে সবসময় যন্ত্রের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করুন। কারণ এটি না করলে যন্ত্রটি হঠাৎ করে চালু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
নিচের ব্যাক্তিগত নিরাপত্তাজনিত উপকরণ ব্যবহার করুন-
নিরাপদ চশমা
মাস্ক
নিরাপত্তা এপ্রোন
হাত মোজা
শিখন উদ্দেশ্য
এই তথ্যপত্রটি পড়ার পর, প্রশিক্ষণার্থীরা বিভিন্ন ধরনের ও মানের চামড়াজাত উপকরণ চিহ্নিত করতে পারবেন।
প্রকৃত চামড়ার ধরন
বিভিন্ন ধরনের মূল চামড়া রয়েছে যা নি¤েœ বর্ণনা করা হলো-
কারেক্টেড গ্রেইন চামড়া
এইট সহজে পাওয়া যায় এবং সবচেয়ে মৌলিক চামড়া। কারেক্টেড গ্রেইন চামড়ার উপরে একটি শক্ত, নিখুঁত ও সুষম নিরাপত্তা আবরণ রয়েছে। কারেক্টেড গ্রেইন চামড়ার ফিনিশ মোটামাটিভাবে নরম। কিন্তু এইট উন্নত চামড়ার মতো এতটা আরামদায়ক হয় না। ফার্নিচারের দোকানে পাওয়া যায় বহুল প্রচলিত দুদর্শন চামড়ার মতো। কিন্তু কা চামড়া নয়। কারেক্টেড গ্রেইন চামড়া তাদের জন্য বেশি যারা ভালো দামে শক্ত, শুল্ক ও পরিষ্কার ব্যবহার উপযোগী চামড়া পছন্দ করেন।
ফাইন গ্রেইন বা সেমি-এনিলাইন চামড়া
ফাইন গ্রেঅইন বা সেমি-এনিলাইন চামড়া হচ্ছে অত্যন্ত নরম, মজবুত ও পুরু বাণিজ্যিকভাবে ব্যবহৃত মহিষের চামড়া। যারা নরম উষ্ঞ অনুভ‚তি পছন্দ করেন এটি তাদের জন্য। এ চামড়া আধুনিক ও নরম আসরাপত্রের জন্য আদর্শ। ফাইন গ্রেইন বা সেমি-এনিলাইন চামড়া নিরাপদএবং প্রতিদিনের ব্যবহারের জন্য ভালো। এটি সাধারণ মানসম্পন্ন চামড়ার থেকে তুলনামূলকভাবে নরম এবং বেশি আরামদায়ক।
ডাবল থিকনেস চামড়া
ডাবল থিকনেস চামড়া সাধারণ বাণিজ্যিক চামড়া থেকে দ্বিগুণ পুরু এবং অত্যন্ত টেকসই। এ চামড়া বড় বড় আসবাবপত্র এবং বর্গাকার নকশার ওপর দেখতে চমৎকার। ডাবল থিকনেস বাণিজ্যিক চামড়ায় ভারী উপাদান রয়েছে। এটি দৈনন্দিন ব্যবহারের জন্য অত্যন্ত নিরাপদ এবং খুবই ভালো।
একস্ট্রা থিক চামড়া
একস্ট্রা থিক চামড়া প্রায় দ্বিগুণ পুরুত্ব বিশিষ্ট চামড়ার মতো। তবে সাধারণ চামড়া থেকে দেড়গুণ পুরু। এই চামড়া শক্ত। ব্যবহারের চামড়া হিসেবে বেশ ভালো। এটি ব্যবসায়িকভাবেও অসাধারণ।
ন্যাচারাল ওয়াকসড হাইড চামড়া
ন্যাচারাল ওয়াকসড চামড়া বর্তমান বাজারে বেশ চাহিদা রয়েছে। এ চামড়া প্রাচীন, সমসাময়িক এবং আধুনিক নকশার ওপর দেখতে অসাধারণ । এধরনের চামড়ার সমস্ত অংশ দেখতে আকর্ষণীয়, বিচিত্র ও প্রাক্রতিক বৈশিষ্ট্যসম্পন্ন (যেমন- মূল দাগসম্পন্ন) যা সম্পূর্ণ মৌলিক চামড়া। এচামড়া আচঁড়কাটা অংশ উজ্জ্বল (এ জায়গাটি মসৃণতা ও তেলকে পৃথক করে) হয়। কিন্তু ঘষাঘষির পর বা বিশেষ ক্রিম লাগানোর পর পুনরায় পূর্বের রঙে ফেরত আসে। সাধারণত এই চামড়ার পাতলা আবরণ থাকে। যারা সম্পূর্ণ প্রাকৃতিক ও বিশেষভাবে নরম চামড়া পছন্দ করেন তাদের জন্য এটি একটি অসাধারণ চামড়া। ফুল এনিলাইন লেদার (চামড়া)
ফুল এনিলাইন লেদার বর্তমানে যেকোনো জায়গায় বহুল প্রচলিত এটি। সবচেয়ে নরম ও আরামদায়ক লেদার। ফুল এনিলাইন চামড়া আবরণ ছাড়া ১০০% প্রাকৃতিক চামড়া। এটি দেখতে জম কালো ও আরামদায়ক। এ চামড়া তাদের জন্য উৎকৃষ্ট যারা সুন্দর ও আরামদায়ক চামড়া পছন্দ করেন। ফুল এনিলাইন চামড়ার খুব পাতলা নিরাপত্তা আবরণ রয়েছে। কিন্তু এটি সম্পূর্ণ রং করা থাকে। তাই মসৃণ চামড়ার মতো আঁচড়কাটা দাগ থাকে না।
এই লেদারের দাম খুব বেশি। তাই বলা হয় যেস সম্ভব হলে শুধুমাত্র জুতার সামনের অংশে এই চামড়ার উৎকৃষ্ট অংশটি প্রথমে ব্যবহার করুন।
চামড়া সবসময় বর্গাকার রাখতে চেষ্টা করুন। এজন্য প্রথমে চামড়ার চারিদিক থেকে ও ক্ষুদ্র অংশ কাটুন।
গভীরভাবে চামড়া পরীক্ষা করুন। দেখুন কোনো ত্রæটি আছে কিনা অথবা লেদার সারফেসে কোনো খুঁত আছে কিনা। খুঁত থাকলে চক দিয়ে চিহ্নিত করে রাখুন। পরবর্তীতে তাহলে খুঁজে পেতে সহজ হবে।
বন্ডেড লেদার ফাইবার
‘এটি কম-বেশি অক্ষত মৌলিক তন্তু বিশিষ্ট চামড়ার তন্তুকণাকে যান্ত্রিকভাবে বা রাসায়নিকভাবে বিভিন্ন অংশে, ছোট বড় খন্ডে বা গুঁড়ায় বিভক্ত করা হয়। এরপর সংযোজনকারী প্রভাবকের সাহায্যে বা সাহায্য ছাড়াই সমতল খন্ড তৈরি করা হয়। তখন এই ধরনের খন্ডকে চামড়া বলা হয় না’ বিএস: ২৭৮০
এই ধরনের বন্ডেড লেডার ফাইবার চামড়া বিভিন্ন রঙের ও বিভিন্ন ধরনের উপাদানের সমন্বয়ে গঠিত হতে দেখা যায়।
সুবিধাসমূহ
১. সস্তা
২. সুষমভাবে কাটা হয়
অসুবিধাসমূহ
৩. চামড়া নয়
৪. দুর্বল নমনীয়তা
৫. টেকসই
৬. সামান্য মজবুত
৭. দেখতে নি¤œমানের
কোটেড লেদার
এটি এমন একটি পণ্য যার ফিনিশ পুরুত্ব ০.১৫ মি.মি. এর বেশি হতে হবে। কিন্তু ৩০% অতিক্রম করবে না’।
এ ধরনের চামড়ার মূল অংশের ভেতরের দিকে প্রকৃত আবরণ থাকে। এটি বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদানের সমন্বয়ে গঠিত। যেমন- পলিইউরেথেন এর মিশ্রণ। এই ফিনিশ এর পুুরুত্ব ০.১৫ মি.মি. এর বেশি হয়। তাই এই প্রকৃত চামড়া হিসেবে গণ্য করা হয়।
সুবিধাসমূহ
১. সস্তা
২. সুষম পৃষ্ঠ (সারফেস)
অসুবিধাসমূহ
৩. দেখতে প্রাকৃতিক নয়
৪. রন্ধ্রহীন
৫. নি¤œ মানসম্পন্ন
লেমিনেটেড লেদার
লেমিনেটেড লেদারের চামড়ার মূল বৈশিষ্ট হচ্ছে এটি দুই বা ততোধিক স্তরের সমন্বয়ে গঠিত। এই লেমিনেট স্তুর মাংসল বা স্থুল অংশের সাথে সংযুক্ত থাকে। এই ধরনের চামড়ার সাথে কোডেড লেদারের পার্থক্য হচ্ছে লেমিনেট অংশ চামড়ার পুরত্বের ৩০% এর থেকেও বেশি হয়।
সুবিধাসমূহ
১. সুষম পৃষ্ঠ
২. কিছুটা নমনীয় শক্ত
৩. রং ও আলোর দৃঢ়তা ভালো।
অসুবিধাসমূহ
১. দেখতে প্রকৃতিক নয়
২. রন্ধ্রহীন
৩. নিম্ন মানসম্পন্ন (সহজে চির ধরতে পারে।
ক্ষেত্রসমূহ
পুরো চামড়াটা আপনি প্রথমবার দেখে আশ্চর্য হতে পারেন। এই শুধুমাত্র আপনি যা চিন্তা করেছেন তার চেয়েই বড় নয়। বরং এটি আপনার প্রত্যাশার চেয়েও অনেক বেশি বড়।
প্রাণির বিভিন্ন অংশের চামড়ার কারণে এর বৈশিষ্ট্য পরিবর্তন হতে পারে। আর এ বিষয়টি চামড়াজাত পণ্য উৎপাদনের সময় বিবেচনায় রাখতে হয়। বিভিন্ন প্রাণির চামড়ার পুরুত্ব বিভিন্ন রকম হয়। আর এ কারনে সঠিক পুরুত্বের চামড়ার জন্য বিশেষ কাটিং মেশিনে কাটতে হয়। এজন্য মহিষের চামড়া নেয়া যেতে পারে। কারণ এই চামড়া সুষমভাবে পুরু। চামড়ার প্রধান অংশগুলো নিম্নে উল্লেখ করা হলো-
কাঁধের চামড়া- চামড়ার এই অংশটি পুরু এবং মজবুত। কিন্তু প্রাণির মাথার নরাচড়ার কারণে খুব সহজে এই অংশে দাগ পড়ে যেতে পারে।
বাটের চামড়া- চামড়ার এই অংশের তন্তু শক্তভাবে প্যকড থাকে। ফলে এই অংশের চামড়াই সবচাইতে মজবুত হয়।
পেটের চামড়া- এই অংশের চামড়া মোটামুটি পাতলা এবং পেছনের অংশের চামড়ার তুলনায় তন্তুর গঠন শিথিল থাকে। এছাড়াও প্রায়ই চাপের কারণে এই চামড়া প্রসারিত হয়ে থাকে।
বগলের চামড়া- এই অংশ মানুষের বগলের মতো। এই অংশ অনেক বেশি নরাচড়া করে। একারণে চামড়ার তন্তুর গঠন মোটমুটি শিথিল থাকে। এমনকি তা পেটের চামড়ার থেকেও শিথিল থাকে।
চামড়ার আরো নানান ধরন রয়েছে। যেমন- বাছুরের চামড়া, গাভীর চামড়া, ছাগল ছানার চামড়া, ছাগলের চামড়া, মহিষের চামড়া, ক্যাঙ্গারুর চামড়া, সরীসৃপের চামড়া, ভেড়ার চামড়া ইত্যাদি।
বাছুরের চামড়া
অল্প বয়স্ক প্রাণির চামড়ার বিন্যাস চমৎকার এবং এতে শক্ত উপাদান রয়েছে। এদের চামড়া তুলনামূলকভাবে পূর্ণবয়স্ক প্রাণির চামড় থেকে পাতলা। প্রাণি যত কম বয়স্ক হবে এই ধরনের উপাদান ও গুণ ততই বেশি দেখা যায়।
বাছুরের চামড়া সারা পৃথিবীতে জুতার ওপরের অংশের চামড়ার জন্য সবচেয়ে চমৎকার ও উন্নত মানসম্পন্ন হিসেবে বিবেচিত হয়।
ছাগলের চামড়া
জুতার ওপরের অংশের জন্য সাধারণত ছাগলের বাচ্চার চামড়া ব্যবহৃত হয়। এটি সম্পূর্ণ রঙিন পাকা চামড়া।
এই ধরনের চামড়ার আকৃতি নির্ভর করে পশুটির বয়সের উপর। গবাদি পশুর চামড়ার মধ্যে বাছুরের চামড়া ছাগলের বাচ্চার চামড়া থেকে আলাদা। এটি তুলনাশূলকভাবে শক্ত, মজবুত ও চমৎকার। ছাগলের চামড়া তুলনামূলকভাবে পাতলা। কিন্তু তা মজবুত এবং শক্ত পরিধানযোগ্য চামড়া।
ভেড়ার চামড়া
পৃথিবীর বেশিরভাগ দেশে ভেড়া পালন করা হয় মূলত তাদের পশম এবং মাংসের জন্য এবং সাথে উপজাত হিসেবে চামড়া বা পশমযুক্ত চামড়ার জন্য। পশময়ালা লেদার বেশি মজবুত হয় না। তবে তা তুলনামূলক ভাবে বেশি ব্যবহৃত হয় পোশাক হিসেবে। সঠিক নির্বাচন এবং প্রক্রিয়ার মাধ্যমে এই ধরনের চামড়া পোশাকের আবরণ হিসেবে ব্যবহৃত হতে পারে।
মধ্যপ্রাচ্য থেকে আসা ভেড়ার চামড়ার ওপরিভাগ শক্ত ও পাকা থাকে। এই ধরনের ভেড়ার পশমাতন্তু মতো চুল উৎপাদন করে। এই ধরনের ভেড়ার চামড়ার ওপরিভাগ শক্তও মজবুত। সাধরণত এই ধরনের ধূসর ও হলুদ-বাদামী রঙের পাকা চামড়া জুতার উপরিভাগে আবরণ হিসেবে চমৎকার হয়ে থাকে।
চামড়ার ধরন
সাধারণত চামড়া তিনভাবে বিক্রি হয়। যেমন-
ফুল-গ্রেইন চামড়া- ফুল-গ্রেইন চামড়া সবচেয়ে চমৎকার কাঁচামাল থেকে তৈরি হয়। ফুল-গ্রেইন চামড়া পরিষ্কার প্রাকৃতিক চামড়া। এতে কোনো ত্রুটি-বিচ্যুতি নেই। শুধুমাত্র চামড়ার উপরের চুল পরিষ্কার করা হয়। এই চামড়ার উপাদান এর প্রাকৃতিক অবস্থা ধরে রাখে। এর তন্তু সবচাইতে মজবুত ও টেকসই। প্রকৃতিক উপাদানের আরো আছে প্রাকৃতিকভাবে বায়ু চলাচলের সক্ষমতা। ফলে এই ধরনের চামড়া পোশাক হিসেবে ছাড়াও এই ধরনের চামড়ার উপর প্রকৃতিকভাবে চকচকে ভাব তৈরি হয় যা সময়ের সাথে সাথে আরো সুন্দর হয়। এই ধরনের ফুল-গ্রেইন চামড়া থেকে সবচেয়ে চমৎকার আসবাপত্র এবং জুতা তৈরি করা হয়। ফুল-গ্রেইন চামড়ার দুই ধরনের ফিনিশ হতে পারে। এনিলাইন এবং মেমিএনিলাইন।
কারেক্টেড গ্রেইন চামড়া- কারেক্টেড গ্রেইন চামড়াও উৎকৃষ্টমানের চামড়া হিসেবে পরিচিত। এই ধরনের চামড়ার একদিকে আঁশ আঁশ এবং অন্যদিকে মসৃণ। চামড়ার মসৃন দিকটিতে চুল এবং প্রকৃতিক উপাদান ব্যারহার করা হয়। যেসকল চামড়া নি¤œমানের কাঁচামাল থেকে তৈরি হয় সেগুলোর প্রকৃতিক উপাদান সব নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে কৃত্রিম উপাদান প্রয়োগ করা হয়। উচ্চমান সম্পন্ন চামড়া সাধারণত ভীষণভাবে রং করা থাকে । কারণ তাতে চামড়া মসৃণ হয় এবং এর উপর নকশা করা য়ায়। কারেক্টেড গ্রেইন লেদার প্রধানত দুই ধরনের ফিনিশ হিসেবে পাওয়া যায়। যেমন- সেমি - এনিলাইন ও পিগমেন্টেড।
সোয়েড চামড়া- সাধারণত চামড়ার ভেতরের টুকরা হচ্ছে এই ধরনের চামড়া যার মূল উপাদান সম্পূর্ণভাবে অপসারণ করা হয়। চামড়ার মূল উপাদান আলাদা করার সময়েই তা টুকরা করা হয়। টুকরাকৃত চামড়াটি মাঝখানে আরো টুকরা করা যেতে পারে (যদি চামড়ার পুরত্ব থাকে)। অনেক মোটা চামড়ার ক্ষেত্রে পরবর্তীতে মাঝখানে টুকরাকৃত চামড়াগুলো আবার বিভিন্ন স্তরে টুকরা করা যেতে পারে। যতক্ষণ পর্যন্ত চামড়া স্তরে স্তরে ভাগ করা যাবে ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে। মজবুত সোয়েড চামড়া সাধরণত ভাঙা উপাদান (যার মূল উপাদান সম্পূর্ণভাবে আলাদা করে ফেলা হয়েছে) থেকে তৈরি হয়। অথবা মাংসল টুকলা থেকে যা সঠিক পুরত্বে চাঁছা হয়। সোয়েড চামড়ার উভয় দিকেই আঁশ আঁশ ধরনের। সোয়েড চামড়া উচ্চমানসম্পন্ন চামড়া থেকে কম টেকসই। সোয়েড চামড়া সস্তা। কারণ এটি মোটা চামড়া থেকে অনেকগুলো সোয়েড চামড়া তৈরি করা হয়। এক্ষেত্রে এক টুকরা চামড়া থেকে কেবলমাত্র এক টুকরা উচ্চমানসম্পন্ন চামড়া মনে করা হয়। উদাহারণসরুপ, সোয়েড চামড়ার এক পাশে গøু মেশানো হয়। পরে রোলারের মাধ্যমে চাপ দিয়ে চ্যাপ্টা করা হয়। এমন ভাবে করা হয় যেন উচ্চমানসম্পন্ন চারড়ার মতো মসৃণ দেখায়। লেটিনো এই ধরনের পণ্যের বাণিজ্যিক নাম। সোয়েড চামড়ার বিপরিত পাশ বাইরে থেকে দেখতে গ্রেইনড চামড়ার মতো যা দেখতে মূল উপাদান সমৃদ্ধ ভালোমানের চামড়ার মতো দেখায়। কিন্তু এই সোয়েড চামড়ার আসল রুপ না।
মেশিনে চামড়া কাটার জন্য প্রয়োজনীয় উপকরন ও যন্ত্রপাাতি
এই ইনফরমেশন শিটটি পড়ার পর, শিক্ষার্থীরা যন্ত্রপাতি ও উপকরণ ব্যবহারের আগে, ব্যবহার করার সময় ও পরে নিরাপত্তা নির্দেশনা ও নিয়ম-কানুন চিহ্নিত করতে পারবেন।
কাটিং বোর্ড
ক) ক্লিকিং প্রেসের জন্য বর্তমানে বিভিন্ন ধরনের ক্লিকিং বোর্ড পাওয়া যায়। ভারতে ব্যবহৃত প্রধান ক্লিকিং বোর্ড হচ্ছে নাইলন বোর্ড। এই বোর্ডগুলো বিভিন্ন পুরুত্বের পাওয়া যায়।
খ) মজবুত বা শক্ত সামর্থ্যরে ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কাটিং বোর্ড পাওয়া যায়। নাইলনের রং দেখে বোর্ডের সামর্থ বোঝা যায়। প্রধান প্রধান রঙগুলো হচ্ছে সাদা, সবুজ ও লাল।
কাটিং বোর্ড- মেশিনের পরিকল্পনার উপর নির্ভর করে কাটিং বোর্ডের পরিকল্পনা করা হয়।
এটি একটি পরিকল্পিত বোর্ড। এই বোর্ডটি মেশিনে চামড়া কাটার জন্য ব্যবহৃত হয়।
কাটার ছুরি
ফোর্জড স্টিল ছুরি
কামারশালার হাপরে স্টিলে তাপ প্রয়োগের মাধ্যমে হাতে ফোর্জড স্টিল ছুরি তৈরি করা হয়। ফোর্জড ছুরি সাধরণত কোল্ড বেল্ট ছুরির (নি¤œ তাপমাত্রায় বাকিয়ে যে ছুরি তৈরি করা হয়) তুলনায় নিখুত হয়। উচ্চ উৎপাদন খরচের কারণে ফোর্জড ছুরি সাধারণত উচ্চমানের ঝকঝকে পন্য তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই ছুরি প্রায়ই উচ্চ মানের পণ্য যেমন-জুতার উপরের অংশ তৈরিতে ব্যবহৃত হয়। যদিও ফোর্জড ছুরির মূল্য অন্যান্য ছুরির তুলনায় বেশি। কিন্তু ক্লিকিং বোর্ডের বাড়তি স্থায়িত্বের মাধ্যমে কিছুটা মূল্য সাশ্রয় করা যায়। মেশিন সঠিকভাবে কাজ করলে ফোর্জড ছুরি, বোর্ডের উপর গভীরভাবে কাটে না বসে না।
ফোর্জড ছুরি কোল্ড বেল্ট ছুরির তুলনায় বেশি সংখ্যক কাটে। কারণ এর প্রান্ত খুব ধারালো।
কোল্ড বেল্ট ছুরি
কোল্ড বেল্ট ছুরি জার্মান অথবা সুইডিশ স্টিল থেকে তৈরি করা হয়। এই স্টিল ফলাগুলো বড় আকারের হয় এটি নির্দিষ্ট চওড়ায় ও ধরনে বৃহৎ খন্ডে পাকানো থাকে।
ভ্যাম্প ছুরি
এই ছুরি ৩/৪ কাট সম্পন্ন। তবে ভ্যাম্প এর সামনের অংশ অবশ্যই জুতার সামনের উপরের অংশের সাথে মিলতে হবে। টো ক্যাপ এবং স্ট্যাপ এর গুণগত মান এবং গ্রেইন ঠিক রাখার ব্যবস্থা থাকবে। স্যাডল এর নিচের অংশে দাগ দেয়া থাকবে। ভ্যাম্পের বাইরের অংশ সাধরণত ভ্যাম্পের সামনের অংশের তুলনায় নি¤œ মানসম্পন্ন হয়।
কাউন্টার ছুরি
এই ছুরি দিয়ে জুতার কাউন্টার পার্ট কাটা হয়। কাউন্টার পার্টকে তিনটি গুনগত এলাকায় ভাগ করা হয়।
টো (আঙ্গুলী) ক্যাপ ছুরি
এই ছুরি দিয়ে জুতার আঙ্গুলীর ক্যাপ কাটা হয়। এটিই জুতার প্রধান অংশ। চামড়ার সবচেয়ে ভালো জায়গা থেকে এই অংশ কাটতে হয়। এক জোড়া জুতার জন্য দুই টুকরা কাটতে হয়।
কোয়ার্টার ছুরি
এই ছুরি দিয়ে শুধুমাত্র জুতার কোয়ার্টার অংশ কাটা হয়। ভেতরের এবং বাইরের কোর্য়াটারের গ্রেড একই হয়ে থাকে। কিন্তু পূর্ণাঙ্গ কোয়ার্টারে সাধারণত গ্রহণযোগ্যতার ক্ষেত্রে বাইরের গ্রেডের তুলনায় ভেতরের গ্রেড কম হয়। এক জোড়া জুতার জন্য একটি বামে ও একটি ডানে কোয়ার্টার কাটতে হয়।
চামড়া কাটার ছুরি নির্বাচন করার সময় এটি নিশ্চিত করুন যেন, ছুরিটি মসৃণ এবং ধারলো হয়।
কাটার ছুরি ধার করা
ছুরি ধার দেওয়ার সময় চোখে আঘাত পাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই চশমা ব্যবহার করুন।
শান দেয়ার যন্ত্রটি ব্যবহার না করলে তা বন্ধ করে দিন।
ছুরি রক্ষণাবেক্ষণ
ক) রক্ষণাবেক্ষণের ত্রæটির কারণে ছুরি নষ্ট হলে খরচ বেড়ে যায়। যেমন-প্রতিস্থাপন অথবা মেরামত খরচের প্রয়োজন হয়। পাশাপাশি উৎপাদন কমে যায় এবং প্রায়ই অতিরিক্ত বোর্ডের প্রয়োজন হয়।
খ) ছুরিগুলো শেলফ এ সংরক্ষণ করা যেতে পারে। শেলফগুলো সাধারণত এই প্রয়োজনই তৈরি করা হয়।
গ) ছুরির সংরক্ষন পদ্ধতি এমন হওয়া উচিত যাতে কোনো ছুরি একটির ওপর অরেকটি না থাকে। এ পদ্ধতি কাটিং বেøডের ছুরির প্রয়োজনীয়তা হ্রাস করে।
ঘ) ছুরিগুলো একটি অন্যটির উপর রাখার প্রয়োজন হলে প্রত্যেক স্তরের মাঝখানে অবশ্যই কাগজ বা কার্ডবোর্ড দেয়া উচিত।
বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে, যখন অর্ডার এর কাজ শেষ করা হবে তখন ছুরিগুলো প্যাকেট করে রাখতে হবে। এগুলো বাক্সে ভরে লেবেল লাগিয়ে দিতে হবে। এমনভাবে রাখতে হবে যেন সহজে খুঁজে পাওয়া যায় এবং নষ্ট না হয়।
ছুরিগুলো স্টিলের র্যাকে সংরক্ষণ করতে পারেন। এই র্যাকটা ছুরি সংরক্ষণের জন্য বিশেষ তৈরি করা হয়।
লেদার কাটার নমুনা মেশিন
১. ফোর্জড স্টিল ছুরি: কামারশালার হাপরে স্টিলের টুকরায় তাপ প্রয়োগের মাধ্যমে হাতে ফোর্জড স্টিল ছুরি তৈরি করা হয়। কোল্ড বেল্ট ছুরি: কোল্ড বেল্ট ছুরি জার্মান অথবা সুইডিশ স্টিল থেকে তৈরি করা হয়। এই স্টিলের ফলাগুলো বড় আকারের হয়। এটি নির্দিষ্ট চওড়ায় ও ধরনে বৃহৎ খন্ডে পাকানো থাকে।
২. ভ্যাম্প ছুরি: এই ছুরি ৩/৪ কাট সম্পন্ন এবং ভ্যাম্প এর সামনের অংশ অবশ্যই জুতার সামনের উপরের অংশের সাথে মিলতে হবে। এর গুণগতমান ঠিক রাখার জন্য বাঁধার ব্যবস্থা থাকবে।
৩. কাউন্টার ছুরি: জুতার বিপরীত প্রান্ত কাটতে এই ছুরি ব্যবহৃত হয়।
৪. টো-ক্যাপ ছুরি: জুতার সামনের দিকের উপরের অংশের চামড়া কাটতে এ ছুরি ব্যবহৃত হয়।
৫. কোয়াটার ছুরি: জুতার শুধুমাত্র এক চতুর্থাংশ কাটতে এ ছুরি ব্যবহৃত হয়।
২) ছুরিগওলো শেলফ এ সংরক্ষণ করা যেতে পারে। কারণ শেলফগুলো সাধারণত এই প্রয়োজনেই তৈরি করা হয়। ছুরির সংরক্ষণ পদ্ধতি এমন হওয়া উচিত যেন, কোনো ছুরি একটির উপর আরেকটি না থাকে। এ পদ্ধতি কাটিং বেøডের ছুরির প্রয়োজনীয়তা হ্রাস করে। ছুরিগুলোর একটি আরেকটি উপর রাখার প্রয়োজন হলে প্রত্যেক স্তরের মাঝখানে অবশ্যই কাগজ বা কার্ডবোর্ড দেয়া উচিত। বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে, যখন অর্ডার এর কাজ শেষ করা হবে তখন ছুরিগুলো প্যাকেট করে রাখেতে হবে। এগুলো বাক্সে ভরে এবং লেবেল লাগিয়ে দিতে হবে যেন সহজে খুঁজে পাওযা যায় এবং নষ্ট না হয়।