অপারেট বেঞ্চ ড্রিল
১০ সপ্তাহ

শিখন ফল: এই জব সম্পন্ন করে প্রশিক্ষার্থী স্ট্যান্ডার্ড অনুসারে বেঞ্চ ড্রিল এর মাধ্যমে আয়তকার প্লেটে ৩০ মিনিটে ছিদ্র করতে সক্ষমতা লাভ করবে।

০১। পিপিই সংগ্রহ করে পরিধান কর।

০২। প্রয়োজনীয় যন্ত্রপাতি স্টোর থেকে সংগ্রহ করা।

০৩। মেটাল সংগ্রহ কর।

০৪। মেটালে মার্কিং কর।

০৫। সেন্টার গাঞ্চের সাহয্যে সেন্টার প্যঞ্চ কর।

০৬। ড্রিলিং মেশিন সনাক্ত কর।

০৭। চাকে ড্রিলবিট সংযোজন কর।

০৮। আরপিএম সেট কর

০০৯। মেটালটি মেশিন ভাইসে স্থাপন কর।

১০। মেশিন চালু কর।

১১। আস্তে আস্তে ফিড দাও, ছিদ্র কর এবং কুল্যান্ট দাও।

১২। ড্রিলবিট খুলে ফেল।

১২। কাউন্টার সিংক সংযোজন কর।

১৩। ছিদ্রের উপরে কাউন্টার সিংকিং কর।

১৪। ড্রিল মেশিন থেকে কাউন্টার সিংক খুলে ফেল।

১৫। টুল ও মেশিন পরিষ্কার কর

১৬। পিপিই খুলে ফেল

১৬। পিপিই, টুল স্টোরে জমা দাও

১৭। ওয়ার্কিং প্লেইস পরিষ্কার কর।

১৮। মূল্যায়নের জন্য জবটি প্রশিক্ষকের নিকট জমা দাও।

অকুপেশন