স্পিলিটিং লেদার পিসেস
৪ সপ্তাহ

মডিউলের শিরোনাম: স্প্লিটিং লেদার পিসেস

মডিউলের বর্ণনা

এই মডিউলটিতে চামরাজাত পণ্য উৎপাদনের জন্য শিল্পকারখানার নির্দেশনা অনুযায়ি  স্প্লিটিং মেশিন

ব্যাবহার করে চামড়ার টুকরা স্প্লিট বা বিভক্ত করার প্রয়োজনিয় জ্ঞান ও দক্ষতা সম্পর্কে আলোচনা করা

হয়েছে।

নূন্যতম সময়কাল: ২০ ঘন্টা

শিখনফল

এই মডিউলটি সম্পন্ন করার পর আপনি-

        ১.      ওএসএইচ নীতিমালা অনুসরণ করতে পারবেন ।

        ২.      ব্যান্ড স্প্লিটিং মেশিনের বিভিন্ন অংশ চিহ্নত করতে পারবেন ।

        ৩.      ব্যান্ড স্প্লিটিং মেশিন সেট আপ ও রক্ষণাবেক্ষণ করতে পারবেন ।

        ৪.      স্প্লিটিং মেশিন চালাতে পারবেন ।

        ৫.      স্প্লিট উপকরন পরিক্ষা করতে পারবেন ।

        ৬.      কর্মক্ষেত্র পরিষ্কার করতে পারবেন ।

অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া

          ১.        প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ ব্যাবহারের আগে, ব্যাবহারের সময় এবং ব্যবহার পরবর্তি সময়ে

                নিরাপত্তাজনিত নিয়ম কানুন মেনে চলতে পারবেন।

২.      প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ ব্যাবহারের আগে, ব্যাবহারের সময় এবং ব্যবহার পরবর্তি সময়ে যথাযথ নীতিমালা অনুসরণ করে ঝুঁকিপূর্ণ বা অনিরাপদ যন্ত্রপাতি মেরামতের জেন্য চিহ্নিত করতে পারবেন।

৩.      ব্যক্তিগত নিরাপত্তাজনিত পোশাক পরিধান করতে পারবেন

৪.      ব্যান্ড স্প্লিটিং মেশিনের বিভিন্ন অংশ চিহ্নত করতে পারবেন ।                                                    

৫.      স্প্লিটিং মেশিনের বিভিন্ন অংশের কাজ লিপিবদ্ধ করতে পারবেন ।

৬.      কাজের নির্দেশনা অনুযায়ি নির্ধারিত পুরত্ব অর্জনের জন্য টপ ফিড বাছাই করতে পারবেন ।

৭.      উৎপাদনের পূর্বে কাজের প্রক্রিয়া চেক করতে পারবেন ।

         ৮.      আদর্শ পরিচালনা নীতিমালা (SOP) ও প্রতিষ্ঠানের রীতি অনুযায়ী ব্লেড ধার করতে পারবেন ।

            ৯.      প্রতিষ্ঠানের রীতি অনুযায়ি ক্ষতিগ্রস্থ বা পুরানো অংশগুলো চিহ্নিত করে প্রতিবেদন তৈরি করতে পারবেন

        ১০.     এক্সট্রাক্টর ব্যাগ পরিক্ষা ও পরিষ্কার করতে পারবেন।

        ১১.     নির্ধারিত বৈশিষ্ট ও প্রতিষ্ঠানের গুনগত মানদন্ড অনুসারে কাজ সম্পন্ন করতে পারবেন।

        ১২.     প্রতিষ্ঠানের রীতি অনুযায়ি নথিপত্র রক্ষণাবেক্ষণ করতে পারবেন।

        ১৩.     পরিমাণগত ও গুনগতমান রক্ষার জন্য স্প্লিট বা টুকরা করা চেক করতে পারবেন।

        ১৪.     ত্রুটিপূর্ণ টুকরা প্রতিস্থাপন ও নথিভুক্ত করতে পারবেন।

        ১৫.     পরবর্তিকাজের জন্য সকল উপাদান তৈরি করে রাখতে পারবেন।

        ১৬.     কর্মক্ষেত্রের মানদন্ড অনুযায়ি কর্ম এলাকা এবং যন্ত্রপাতি পরিষ্কার করতে পারবেন।

        ১৭.     প্রতিষ্ঠানের রীতি অনুযায়ি বর্জ্য অপসারণ করতে পারবেন

        

জেনেরিক

অকুপেশন

শিখন উদ্দেশ্য

এই ইনফরমেশন শিটটি পড়াড় পর আপনি, কাটিং মেষশনে কাটিং করার সময় নিরাপত্তার সকল নিয়ম কানুন মেনে ওএসএইচ নীতিমালা অনুসরণ ও অনুশীলন পারবেন।

কাজ-

প্রয়োজনিয় যন্ত্রপাতি ও উপকরণ ব্যবহারের সময় ও পরে নিরাপত্তার সতকল বিষয়াদি এবং নিয়মকানুন মেনে চলা।

ব্যক্তিগত নিরাপত্তাজনিত পোশাক পরিধান করা ।

নিরাপত্তার জন্য যা অবশ্যই করবেন-

1.       ঢিলেঢালা পোশাক পরিধান এড়িয়ে চলুন যেন তা মেশিনে আটকে না যায়।

2.       যন্ত্রপাতির কাছে লম্বা চুল ছেড়ে দিয়ে বা ঢিলেঢালা পোশাক পরিদান করে যাওয়া থেকে বিরত থাকুন।

3.      ফায়ার ড্রিল সম্পর্কে জেনে নিন।

4.       চলমান যন্ত্রাংশ থেকে হাত দূরে রাখুন।

5.       কর্মক্ষেত্রে ব্যবহার উপযোগি জুতা পরিধান করুন্।

6.      বৈদ্যুতিক কাজ নিজে করা থেকে বিরত থাকুন।

7.       অসতর্কভাবে যন্ত্রপাতির কাছে কাজ করা থেকে বিরত থাকুন।

8.      রোলার জ্যাম হয়ে গেলে এতে চামড়া জোর করে ঢোকানোর চেষ্টা করবেন না । এজন্য –

·         মেমিন বন্ধ করুন।

·         হাতচাকা আপনার দিকে টেনে নিন ( কখনো কখনো চামড়া ম্যানুয়ালি কাজ করবে।)

·         বের হয়ে আসা চাড়া নিজের দিকে টেনে নিন।

9.       একই সময়ে শুধুমাত্র একজন মেশিন চালাবেন।

10.    মেশিনের উপরিভাগে চামড়া নেয়ার জন্য কখনোই ঝুঁকবেন না।

11.    মেশিন চালানোর সময় মেশিনের সেফটি গার্ড যথাস্থানে রাখুন।

12.    ক্লান্তি দূর করার জন্য মেশিন চালানোর সময় মেশিনের সামনে আরামদায়ক ভাবে দাঁড়াবেন না।

13.   মেশিন এর কাছে প্রয়োজন ছাড়া ঘোরাফেরা করবেন না।

টুলস্

1.       ১. তেল মেশিন পিচ্চিল করে ।

2.       ২. সাবস্ট্যান্স গজ স্প্লিট উপাদানের ঘনত্ব মাপতে ব্যবহার করা হয়।

3.      ৩. ছোট স্ক্রু ড্রাইবভ  নিচের ফিড হুইল এর মধ্যকার জায়গা পরিষ্কার করতে ব্যবহার করা হয়।

     ৪. এক সেট একমুখ খোলা মেট্রক রিং স্প্যানার ।

1.      ৫. এক সেট মেট্রিক অ্যালেন চাবি।

2.       ৬. ছুরি ধারালো করার যন্ত্র।

3.      ৭. এক সেট ফিলার গজ।

4.       ৮. ছুরি বহন করার বোর্ড।

পাওয়ার যন্ত্র ও উপকরণ

আপনি বাইসাইকেল বা আসবাবপত্রের মতো কোনো হার্ডওয়্যার – এর দোকান কাজ করলে সেখানে আপনাকে  উপাদান একত্রীকরণ করতে  হতে পারে । সেক্ষেত্রে আপনাকে  পাওয়ার সাপ্লাই যন্ত্র ব্যবহার করতে হবে । অনেক সময় কমপ্যাক্টর, ডক লেভেলার, কার্টুন ক্রাশার, মিট স্লাইসার অথবা অন্যান্য খাদ্য সামর্গী প্রস্তুতকারি যন্ত্রের মতো পাওয়ার সাপ্লাই যন্ত্র ব্যবহার করতে হতে পারে । এই যন্ত্র বা উপকরনগুলো সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে বা অসতর্ক ভাবে ব্যবহার করলে মারাত্যকভাবে আহত হওয়ার সম্ভাবনা থাকে ।

শুরু করার পূর্বে

প্রশিক্ষন না পেলে অখবা অনুমোদিত না হলে কখনোই পাওয়ার সাপ্লাই যন্ত্র বা উপকরন ব্যবহার করবেন না।

সবসময় নিরাপদ কর্ম পদ্ধতি অনুসরণ করুন ।

ব্যবহারেরে পূর্বে যন্ত্রপাতি জাচাই করে নিন। শুধুমাত্র কাজের উপযোগি যন্ত্রপাতি গুলোই ব্যবহার করুন ।

পাওয়ার কর্ড ছিঁরে গেছে কিনা বা সংযাগ ঢিলা হয়ে গেছে কিনা ( প্লাগ  থেকে তারে, তার থেকে যন্ত্রপাতিতে),

মূল সংযোগ দুর্বল কিনা তা প্রতিদিন পরীক্ষা করে নিন। ত্রুটি যুক্ত যন্ত্রপাতির রিপোট করুন । সুপারভাইজারকে

বলে দিন এগুলো ব্যবহার উপযোগি নয় । সকল প্রতিরোধকারি এবং সুরক্ষা কারি  যন্ত্র সঠিক স্থানে আছে কিনা

এবং ভালোভাবে কাজ করছে কিনা তা পরিক্ষা করে নিন । যে কোনো যন্ত্র ঢোকানোর সময় পাওয়ার সুইচ বন্ধ

রাখুন। শুধু মাত্র কর্তৃক যন্ত্রটি চালু করা উচিত।

যন্ত্র বা উপকরন চালু অবস্থায় জা করবেন –

·         পাওয়ার সাপ্লাই যন্ত্র চালু থাকলে সেখানে উপস্থিথ থাকুন।

·         সম্পূর্ণভাবে বন্ধ না হওয়া পর্যন্ত মেশিনের কাছ থেকে দূরে জাবেন না । মেশিন বন্ধ করার পর

পাওয়ার সাপ্লাই যন্ত্রের পাখা ঘোরানো বন্ধ হতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। এই সময়ের

মধ্যও আঘাত করার সম্ভাবনা থেকে যায়।

·         চলমান অঙশগুলো থেকে হাত দুরে রাখুন।

·         কাটিং অংশটি  যেন কখনই পাওয়ার কর্ডের সংস্পর্সে না আসে তা নিশ্চত করুন।

·        মেশিনের ওপর সবসময় সতর্ক নিয়ন্ত্রণ রাখুন।

·                            ·        টুলস অ্যাডজাস্টমেন্ট টিক করার আগে পাওয়ার সাপ্লাই বন্ধ করে নিন। দুর্ঘটনাবশত হঠাৎ মেশিন চালু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে । এজন্য অ্যাডজাস্টমেন্ট বা সেটিং পরিবর্তন করার আগে প্লাগ খুলে লক আউট করে রাখুন। 

নীতিমালা

v  * পরিচয়পত্র ব্যবহার করুন ।

v  * এপ্রোন ব্যবহার করুন ।

v  * কাজের সময় মেনে চলুন

v  * যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করুন।

v  * কর্মক্ষেত্র সম্পর্কে সচেতন থাকুন।

v  * কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় চলাফেরা পরিহার করুন।

v  * কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয়  কথা বলা পরিহার করুন।

v  * অন্যকে বিরক্ত করবেন না।

v  * মেডিকেল সেন্টারে গেলে মেডিকেল কার্ড ব্যবগার করুন।

v  * টয়লেটে গেলে টয়লেট কার্ড ব্যবগার করুন।

 

ব্যক্তিগত নিরাপত্তাজনিত উপকরণ চিহ্নিতকরণ ও ব্যবহার

·        *  নিরপিদ হাতমোজা

·         * মুখোশ (মাস্ক)

·         * এপ্রোন

·         * নিরাপদ চশমা



সম্পন্ন হয়েছে

শিরোনাম : কাটিং মেশিন কাটিং করার সময় নিরাপত্তার সকল বিষয়াদি ও নিয়ম কানুন মানা

এবং ওএসএইচব নীতিমালা অনুসরণ করা।

শিখন উদ্দেশ্য

এই কাজ শেষ করার পর আপনি কাটিং মেশিনে কাটিং করার সময় নিরাপত্তাজনিত সকল আবশ্যকীয়

বিষয়াদি ও নিয়মকাানুন  মেনে ওএসএইচ নীতিমালা অনুসরণ করতে পারবেন।

 

উপকরণ

v  ব্যক্তিগত নিরাপত্তাজনিত উপকরণ

v  নিরপিদ হাতমোজা

v  মুখোশ (মাস্ক)

v  এপ্রোন

v  নিরাপদ চশমা

v  চুলের ব্যান্ড

v  ফায়ার ড্রিল

v  স্প্লিটিং মেশিন

প্রক্রিয়া

জব টাক্স: প্রয়োজনীয উপকরন ও যন্ত্রপাতি ব্যবহারের পূর্বে, ব্যবহারের সময় ও পরে নিরাপত্তার সকল আবশ্যকীয় বিষয়াদি ও নিয়মকানুন মেনে চলা।


নিরাপত্তার জন্য জা করবেন


ঢিলেঢালা পোশাক পরিধান করুন।


চুল লম্বা হলে হেয়ার নেট ব্যবহার করুন বা পেছনে বেঁধে রাখুন।

অগ্নি-নির্বাপন ব্যবস্থা জেনে নিন।


মেশিনের চলমান অংশ থেকে হাত দূরে রাখুন


কর্মক্ষেত্রের উপয়োগী জুতা পরিধান করুন । 


                   মেশিন বন্ধ করুন । 


হাতচাকা আপনার দিকে  টেনে নিন ( কখনো কখনো চামড়া ম্যানুয়ালি কাজ করে ।

যেমন – এটি শক্তির বিপরীত দিকে কাজ করে।)



এমন হলে চামড়া ঢোকাবেন না ।


টপ রোলার তুলুন




মেশিনের চারদিকে টানবেন না । 

একই সময় একজন মেশিন চালান।

 নিজে নিজে মেশিন মেরামত করবেন না 

চামড়া তোলার জন্য মেশিনের ওপর দিয়ে হাত বাড়াবেন না।


জ্যাম্ড চামড়া অপসারণ করতে কাঠি বা ব্রাশ ব্যবহার করুন। 

 মুখোশ ব্যবহার করুন। 

এটি নিরাপদ এপ্রোন। 

 

মেশিন চালানোর সময় এপ্রোন পরিধান করুন। এপ্রোন আপনার শরীরকে রক্ষা করবে। 

এটি হাত মোজা্ ।

                                         .

মেশিন চালানোর সময় হাত মোজা পরিধান করুন ।




শিখন উদ্দেশ্য

এই ইনফরমেশন শিটটি পড়ার পর , মেশিন পরিচালনার  নিয়ম অনুযায়ি মেশিন সেটআপ  এবং স্প্লিটিং মেশিনের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবেন।


স্প্লিটিং মেশিনের বিভিন্ন অংশ


অন/অফ সুইচ 


টপ ফিড রোলার: এটি চামড়া চলাচলে সাহায্য করে । চামড়ার দানাদার পৃস্ঠতলকে ( সারফেস)

ক্ষতিগ্রস্থ না করার জন্য এটি মসৃণ থাকে। এটি স্প্রিড লোডেড নয়।



টপ ফিড রোলার উচ্চতা নির্ধারক নব : এটি ঘড়ের কাঁটার দিকে ঘোরালে রোলার নিচে নামায় । আবার উল্টাদিকে  ঘোরালে রোলার ওপরে টেনে তোলে। রোলারের উচ্চতা স্প্লিটিং এর পর চামড়ার সর্বশেষ পুরত্ব নির্ধারণ করে



টপ ফিড রোল সাপোর্টিং ব্লক 


টপ ফিড রোললার উচ্চতা অ্যাডজাস্টিং কিলক

টপ ফিড রোললার উচ্চতা অ্যাডজাস্টিং সেফট: এটি ঘোরালে কিলকগুলোকে ভেতরে ঢোকায় বা বাইরে বের করে।


টপ ফিড অ্যাসেব্লি প্লেট :  এই প্লেট টপ ফিডকে যথাস্থানে একত্রীকরন করে।



ক্যালিব্রেশন প্লেট


ক্যালিব্রেশন নির্দেশক

স্বচ্ছ নিরাপত্তা শিট- চামড়ার বিভিন্ন পুরত্ব নির্ধারন করতে এই স্লাইডগুলোকে ওপরে বা ‍নিচে নামানো হয়।

কাজ করার টেবিল


ফ্রন্ট কভার প্লেট

হ্যান্ড হূইল (হাতচাকা): রোলার হাতে করেদ উল্টানো ও আটকে যাওয়া চামড়া সরিয়ে নেয়ার কাজে ব্যবহৃত হয়


লেদার ক্যাচিং ট্রে


ওফাল ক্যাচিং বিন


ওফাল  শাট- পৃথকীকরণ করার জন্য অফ কাট স্লাইড ডাউন


বটম ফিড রোলার-  এটি একটি ফাঁকা সেরাটেড প্রান্তের রোলার । এটি স্প্রিড লোডেড

পেছনে রোলারের চেয়ে সামান্য উঁচু।


এগুলো একদম ছোট বাতিল টুকরাকেও নিচের বরফ রোলারে ঝুলেথাকা থেকে রক্ষা ও পরিষ্কার করে।


 স্প্লিটিং মেশিনের বিভিন্ন অংশের কাজ নিম্নে উল্লেখ করা হলো-

চালু/বন্ধ ( অন /অফ) সুইচ: এই অংশ যন্ত্রচালু চালু বা বন্ধ করে।

টপ ফিড রোলার : এটি চামড়া চলাচলে সাহায্য করে । চামড়ার ক্ষতিগ্রস্ত না করার জন্য এটি মসৃণ থাকে । এটি স্প্রিং লোডেড নয়।

টপ ফিড রোলার হাইট অ্যাডজাস্টিং নব: এটি ঘড়ির কাঁটার দিকে ঘোরলে রোলার নিচে নামায়।আবার  উল্টাদিকে ঘোরালে রোলার ওপরে টেনে তোলে। রোলারের উচ্চতা স্প্লিটিং এর পর চামড়ার সর্বশেষ পুরত্ব নির্ধারণ করে।

টপ ফিড রোলার হাইট অ্যাডজাস্টিং ওয়ারেজ: ভেতরে ঢোকানো হলে অথবা বাইরে বের করা হলে এটি রোলারকে ওপরে ওঠায় বা নিচে নামায়।

টপ ফিড রোলার হাইট অ্যাডজাস্টিং ওয়ারেজ: ঘোরানো হলে কীলকগুলোকে ভেতরে ঢোককায় বা বাইরে বের করে

টপ ফিড অ্যাসেমব্লি : এই প্লেট টপ ফিডকে যথাস্থানে একত্রীকরণ করায় ।

ক্যালিব্রেশন ( ক্রমাস্কন) প্লেট এটি মিলিমিটারে চিহ্নিত করা থাকে এবং স্প্লিটিং এর পর অবশিষ্ট বস্তুর  উপস্হিতি নিম্চিত করে

ক্যালিব্রেশন পয়েন্টার:  নির্ধারক ওয়েজে এটি বসানে থাকে।

ট্রান্সপ্যারান্ট সেফটি শিট: চামড়ার বিভিন্ন পুরত্ব নির্ধাণ করতে এই স্লাইডগুলোকে ওপরে বা নিচে নামানো হয়।

ব্লেড স্টপ বার ও হোল্ডিং স্ক্র: এটি ধারালো করার পর এগুলো ব্লেডের সঠিক অবস্থান নিশ্চিত করে ।

হ্যান্ড হুইল :  ম্যানুয়ালি রোলার উল্টানো ও আটকে যাওয়া চামড়া সরিয়ে নেয়ার কাজে ব্যবহৃত হয় ।

ওফাল শিট: স্প্লিটিং এর পর বাতিল টুকরাগুলো নিচে নামিয়ে আনতে সহায়তা করে ।

বটম ফিড রোলার:  এটি একটি করাতের মতো রোলার।

এন্টি ওফাল জ্যামিং লিভার

1.       এটি বটম ফিড রোলারের ফাঁকা জায়গায় বসানো থাকে ।

2.       পেছনে রোলারের চেয়ে সামান্য উঁচু হয়।

3.      এগুলো স্প্রিং লোডেড।

4.       এগুলো একদম ছোট বাতিল টুকরাকেও নিচের বরফ রোলারে ঝুলে থেকে রক্ষা বা পরিষ্কার করে ।



শিখন উদ্দেশ্য

এই ইনফরমেশন শিটটি পড়ার পর, আপনি বিভিন্ন ধরনের ও মানের চামড়ার রং অনুসারে চিহ্নিত করতে

পারবেন । নির্দেশনা অনুযায়ী সেড ও পুরত্ব নির্ধারন করতে সমর্থ হবেন ।

জব নির্দেশনা অনুযয়ি নির্দিষ্ট পুরত্বের জন্য টপ ফিড নির্ধারণ এবং সেটআপ পূর্বেই চেক করতে পারবেন ।

মেশিন ক্যালিব্রেশন

১.  এটি নিশ্চিত করুন যে মেশিনের সুইচ অফ করা।

  1. 2. নিরাপত্তার ঢাকনা সরিয়ে দিন ।
  2. 3    ব্লেড স্টপ বার খুলুন এবং মেশিনের সামনের দিকে সরিয়ে আনুন ।
  3. 4.     চামড়া ধরার ট্রে অপসারন করুন ।
  4. 5.       হালকা করে ব্লেড সিকিউরিং বোল্ট ১৯এমএম স্প্যানার খুলুন ।
  5. 6.      হাতচাকা ‍অপসারন করুন ।
  6. 7.       টপ রোলার হাইট অ্যাডজাস্টিং নব সরিয়ে ফেলুন ।
  7. 8.      ডান দিকের সাইট কভার সরিয়ে ফেলুন ।
  8. 9.       বাম দিকের সাইট কভার সরিয়ে ফেলুন ।
  9. 10.    তৈলাক্তকরণ লাইন অপসারণ করুন ।
  10. 11.    টপ ফিড অ্যাসেমব্লি সিকিউরিং বোল্ট খুলুন ।
  11. 12.    টপ ফিড অ্যাসেমব্লি প্লেট সরিয়ে ফেলুন ।
  12. 13.   অক্ষত ওজের সাথে উচ্চ  অ্যাডজাস্টিং বার উত্তলন বন্ধ কিরুন ।
  13. 14.    টপ ফিড রোলার বার উত্তলন বন্ধ কিরুন ।
  14. 15.    ব্লেডকে ফিড রোলারের কেন্দ্র থেকে ৬ এমএম পেছনে করিয়ে নিন ।
  15. 16.   সমানভাবে সমস্ত ব্লেড বরারবর ধরুন ।
  16. 17.    ব্লেড সিকিউরিং বোল্ট এর সাথে আঙ্গুল এটেঁ রাখুন ।
  17. 18.   পরীক্ষা করুন যেন বটম রোলার ও ব্লেড প্রান্তের মধ্যে ০.৫০ এমএম ফাঁকা থাকে ।
  18. 19.    পরীক্ষা করুন যেন ব্লেড ও এন্টি ওফাল জ্যামিং লিভারের শেষ প্রান্তের মধ্যে ১.৫০ এমএম ফাঁকা থাকে ।
  19.       পরীক্ষা করুন যেন ব্লেড এর প্রান্তের ও এন্টি ওফাল জ্যামিং লিভারের সবচেয়ে উপরের প্রান্তের মধ্যে ০.২০ এমএম ফাঁকা থাকে।
  20. 21.    সব কিছু সঠিক ও নির্দিষ্ট স্থানে বসাতে পারলে  তখন আপনি তৃপ্ত হবেন ।

ব্লেড ধার করা

1.       নিশ্চিত করুন যে, মেশিন অফ।

     ক. মেশিন এবং খ. সাপ্লাই সুইচ

2.       প্রথমে ব্লেড সিকিউরিং বোল্ট এবং নাট খুলুন । এরপর অপসারন করুন ।

3.      ব্লেডকে সামান্য সরিয়ে পেছনে নিন ।

4.       ব্লেডকে ক্যারিবোর্ড এবং বোল্ট এর দিকে স্লাইড করে অবস্থান করুন।

5.       ডিভিইস ধারালো করার জন্য ব্লেডকে ক্যারিবোর্ডে নিন ।

6.      ক্যারিবোর্ড থেকে ব্লেড ধার করার জন্য বেজ প্লেটে স্হানান্তর করুন ।

7.       ব্লেডকে সামনের দিকে সরান।

8.      প্লেটের শেষ প্রান্তে প্লাস্টিক বা কাঠের টুকরা রাখুন।

9.       ব্লেডকে সামান্য ওপরে তুলুন ।

10.    ব্লেডের বোল্টকে দৃঢ়ভাবে অবস্থান করান ।

11.    পরীক্ষা করুন প্লাস্টিক বা কাঠের টুকরা, আটকানো বোল্টের সাথে নড়াচাড়া করছে না ।

12.    প্লেট এঙ্গেল সেট করুন ।

13.   পাথরের গুঁড়া দিয়ে ধার করুন ।

14.    ধার করার পর পাথর প্রান্ত বরাবর চ্যাপটা হবে ।

15.    প্লেট ও ধার করার পাথর শক্তভাবে অবস্থান  করান ।

16.   ধার করার পাথরের ফাইন সাইডে তেল ব্যবহার করুন ।

17.    এমনভাবে  তেল ব্যবহার করুন যেন ধার করার পাথর সহজে মুচড়ানো বা ঘুরানোর উপযোগী হয় ।

18.   এখন ব্লেডের প্রান্তে থামান ও রাবকে  বৃত্তাকারভাবে ঘুরান ।

19.    শুধুমাত্র রাবকে বৃত্তাকারভাবে ঘুরবে ।

20.    ব্লেডের এক প্রান্ত থেকে সামনে পেছনে সমানভাবে কাজ করান ।

অন্যান্য ক্ষেত্রে

21.    যখন ব্লেডটি ধার করা পাথরের সাথে দুইবার ঘুরবে তখন ধারালো পাথরকে এক পাশে রাখুন ।

22.    ব্লেডের নিচের প্রান্তে বার অনুভব করার সাথে সাথে ব্লেডের পেছন থেকে সামনের দিকে অনুভূত হব ।

23.   ধার করতে থাকুন যতক্ষণ না বার ফেল করে ।

24.    প্রকৃত নিয়ম অনুযায়ী ব্লেড সেট করুন এবং ঘুরান ।

25.    পাথরে আরও তেল দিন ।

26.   ব্লেডের বিপরীত পাশ থেকে ধার করুন ।

27.    ব্লেডের উভয় পাশে সমান সংখ্যক ধার করার স্টোক প্রয়োগ করুন ।

28.   নিশ্চিত করুন, পরিধেয় পোশাক ব্লেডের প্রান্ত থেকে দূরে আছে।

29.    ব্লেডকে মেশিনের পেছন থেকে স্হানান্তর কনুন ।

30.  মেশিনে ব্লেড স্টোপ বরাবর স্হাপন করুন।

31.   ব্লেড সিকিউরিং বেল্ট এবং নাট প্রতিস্হাপন ও শক্তভাবে


৩২. মেশিন চালু করুন ।

৩৩. সঠিকভাবে  ব্লেড ধার করা হয়েছে তা পরিক্ষা করুন ।

 

ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত অংশগুলো চিহ্নিত করে রিপোর্ট করা

ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত অংশগুলো চিহ্নিত করে রিপোর্ট করতে হবে –

1.       ক্ষতিকর পদার্থ

2.       বিভক্ত দিকের খাঁজ

3.      গ্রেইন সাইট অপসাারত না হওয়া

4.       মাংসল অংশ অপসারিত না হওয়া

5.       সোল চিপের গোড়ালী বা আঙ্গুল

কারণ

1.       আগের চামড়া রোলার থেকে পরিষ্কার করার আগেই অপারেটর মেশিনে চামড়া ফিডিং করলে ।

2.       পরীক্ষা না করে অপারেট করলে ।

3.      সঠিক পদার্থ না হওয়ার ফলে যথেষ্ট পরিমাণ চামড়া পৃথক না হওয়া ।

4.       পদার্থের তুলনায় চামড়া বেশি পাতলা হলে।

5.       ভুল দিক দিয়ে চামড়া ফিডিং করলে ।

6.      ছুরি চিপ হলে ।

7.       ওফাল রোলারের গ্রেইন প্রান্ত যাওয়া।

8.      মেশিন ক্যালিব্রেশন না হলে ।

9.       অপারেটর কাজ পরীক্ষা না করলে ।

 

সংশোধনী

1.       পুনরায় ছোট আকারে কাটুন ।

2.       চামড়া প্রতিস্থাপন এবং পুনরায় পৃথক করুন ।

3.      অপারেটরের অনুশীলন ।

4.       ব্লেডকে ধার করিয়ে চিপ দূর করুন ।

5.       কর্মেক্ষেত্র পরিপিাটি রাখুন ।

6.      অপারেটর নিয়মিত কাজ পরীক্ষা করবেন ।  

 


শিখন উদ্দেশ্য

এই ইনফরমেশন শিটটি পড়ার পর, আপনে কীভাবে স্প্লিটিং মেশিন অপারেশন করতে হয় তা প্রদর্শন

করতে মেশিন অপরেশন করতে সমর্থ হবেন ।   

মেশিন অপারেশন

যেভাবে মেশিন অপারেশন করবেন –

১. বিভিন্ন ধরনের চমড়ার কিছু উপকরণ সংগ্রহ করুন ।

২.মেশিনের সুইচ অন করুন ।

৩.প্রয়োজন অনুসারে ক্যালিব্রেশন ডায়াল সেট করুন । এখানে ৮ এমএম বিবেচনা করুন ।


৪.       গ্রেইন সাইট আপের সাথে চামড়ার বড় টুকরা ফিড করান । মেশিনে ফিডিং শুরু হওয়ার সাথে

সাথে উপকরণের উপর তেকে আপনার হাত সরিয়ে নিন

৫.       ৫ এমএম চেক করুন । যদি সঠিক না হয় তাহলে যতক্ষণ পর্যন্ত কাঙ্খিত পুরত্বের  না হয়

          ততক্ষণ পরিবর্তন করুন ।

৬.       গ্রেইন সাইটকে উপরের দিকে রেখে বাম হাত দিয়ে চামড়া ধরুন। গোড়ালির প্রান্ত মেশিনের

          দিকে রাখুন । 


৭. মেশিনের ভেতরে চামড়া ফিড করান ।


ক. আপনার বাম হাত দিয়ে চামড়ার প্রথম টুকরা ফিড করান । এরপর গোড়ালী দিন ।

 খ. ফিডিং হয়ে গেলে আপনার বাম দিক দিয়ে  পরবর্তি টুকরো দিন।     

গ. প্রথম টুকরা শেষ হওয়া মাত্রই পরবর্তি সোল প্রবেশ করান ।

ঘ. সমস্ত সোল বিভক্ত না হওয়া পর্যন্ত একই প্রক্রিয়া অনুসরণ করুন । 


৮. সোলের কাজ শেষে সুপারভাইজারের কাছে চেক করার জন্য উপস্থাপন করুন।


বিভক্ত করা

চাহিদার ভিত্তিতে নির্দিষ্ট প্রক্রিয়ার মেশিনের সাহায়্যে ফ্লেশকে দুটি ফ্লেশ স্কিনে পৃথক করা হয় ।  ফ্লেশ

পৃথকীকরণ প্রক্রিয়া গ্রেইন লেদার প্রক্রিয়ার মতোই ।

তথাকথিত স্প্লিট বেন্ড যা বাট পার্টকে কমিয়ে বক্সমার্কের বিভিন্ন ধরনের ট্যানিং প্রাক্রয়ায় নিয়ন্ত্রিত

হয় । বিশেষ ট্রিটমেন্টের মাধ্যমে চামড়া ডাবল বেন্ড কনভার্শন করা হয় । যেমন- লিকিওরিং, ডাইং এবং

পৃষ্ঠতল ফিনিশিং ইত্যাদি । এগুলোর মাধ্যমে জুতা , ব্যাগ , তৈরি পোশাক এবং বেল্ট কারখানার জন্য উচ্চ

মানসম্পন্ন সোয়েড বা ফিডিনশ লেদার পাওয়া যায় ।

 

বক্সমার্ক পৃথকীকরণ  লেদারের বহুল ব্যবহার রয়েছে। এগুলো টেকসই ও ফ্যাশনেবল পোশাক তৈরিতে

ব্যবহার হয় । ক্রেতাদের এ ধরনের দৈনন্দিন পণ্য তৈরির জন্য উৎপাদন ক্ষমতা সম্পন্ন মেশিন প্লান্ট

ব্যবহার করা হয় ।