ইউজিং বেসিক ম্যথমেটিক্যাল কনসেপ্ট
১ সপ্তাহ
মডিউলের শিরোনাম : ইউজিং বেসিক ম্যাথাম্যাটিক্যাল কনসেপ্ট।
মডিউলের বর্ণনা : এই মডিউলটি প্রাতিষ্ঠানিক ও দৈনন্দিন কাজের জন্য
গাণিতিক পদ্ধতি যেমন – যোগ, বিয়োগ,
গুণ ও ভাগ
করার প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা এবং দৃষ্টিভঙ্গি সম্বরিত।
সময়কাল :
৪০ ঘণ্টা।
শিখনফল :
এই মডিউল শেষে শিক্ষার্থীরা –
১
. অঋণাত্মক পূর্ণসংখ্রা এবং দশমিক সংখ্যায় মৌলিক হিসাব করতে পারবেন।
২. ভগ্নাংশ এবং শতকরার সমস্যা সমাধান করতে পারবেন।
৩. অনুপাত ও সমানুপাতের সমস্যা সমাধান করতে পারবেন।
৪. সমীকরণের সাহায্যে পরিসীমা, ক্ষেএফল এবং আয়তন পরিমাপ
করতে পারবেন।
৫. পরিমাপের
বিভিন্ন পদ্ধতির আনায়ন করে হিসাব করতে পারবেন।
৬ . কর্মক্ষেত্রে গ্রাফ, চার্ট েএবং টেবিলে ডাটা বা
তত্ত্ব উপস্থাপন করতে পারবে।
অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া
:
১।
কর্মক্ষেত্রের প্রয়োজনীয় তথ্য চিহ্নিত হিসাব করতে পারবেন।
২।
সঠিক গাণিতিক পদ্ধতি নির্বাচন করতে পারবেন।
৩।
গাণিতিক পরিভাষায় প্রতীক নির্বাচন করতে পারবেন।
৪।
সঠিক পরিমাপের একক ( যেমন – কেজি, মিটার ) বুঝে এবং ব্যবহার করে পরিমাপ যেমন –
আয়তন, ওজন,
ঘনত্ব, শতকরা ইত্যাদি করতে পারবেন।
৫।
কর্মক্ষেত্রে ব্যবহ্নত ( প্রজেক্ট ডকুমেন্ট, দরপত্র উপকরণ, ম্যানুয়াল, গ্রাফ, চার্ট
টেবিল,
স্প্রেডশিট
ইত্যাদি ) তথ্য উপস্পাপন ও ব্যাখা করতে পারবেন।
৬। গাণিতিক সমস্যা সমাধানে পাটিগণিতীয় পদ্ধতির ব্যবহার করতে পারবেন।
বিঃ দ্রঃ- প্রিয় প্রশিক্ষনার্থীগন আপনাদের এই মডিউলের প্রশিক্ষণের সুবিধার জন্য সম্পুর্ন মডিউল টি প্রিন্ট করে বা আপনার ব্যাবহ্রিত ডিভাইসে ওপেন করে সাথে এক্সারসাইজ বুক বা সাদা খাতা, কলম রাখার জন্য উপদেশ দেওয়া যাচ্ছে।