ক্লে বডি প্রস্তুত ও সংরক্ষণকরণ।
৩ মাস

এই অধ্যায়ে ক্লে বডি প্রস্তুত ও সংরক্ষন করা শিখা যাবে। 

অকুপেশন

ক্লে বডি প্রস্তুত ও সংরক্ষণ 

শিখন উদ্দেশ্য

এই ইনফরমেশন শিটটি পড়ার পর আপনি ক্লে বডি প্রস্তুত ও সংরক্ষণ করতে সমর্থ হবেন।

ক্লে সংগ্রহ

ফ্রি হ্যান্ড প্রসেসে সিরামিক দ্রব্য উৎপাদনে কাঁচামাল হিসেবে ক্লে ব্যবহার করা হয়। ক্লে প্রকৃতিতে প্রচুর পরিমানে বিরাজমান রয়েছে। কিন্তু সকল ক্লে দ্রব্য উৎপাদনের জন্য উপযুগী নয়। অপেক্ষাকৃত বিশুব্ধ এবং আঠালতা সম্পন্ন মাটি কাজের জন্য উপযুগী। উপরের স্তরের মাটির চেয়ে নিচের স্তরের মাটি ব্যবহার করা উত্তম। উপরের স্তরের মাটিতে অপদ্রব্য অধিক পরিমানে থাকতে পারে। প্রয়োজন অনুযায়ী মাটি প্রকৃতি হতে সংগ্রহ করতে হবে।

ক্লে হতে অপদ্রব্য অপসারণ

মাটি সংগ্রহের পর মাটিতে থাকা বর্জ্য বা অপদ্রব্য  (যেমন- গাছের পাতা, কাকর, শামুক, ঝিনুক, কাঠের টুকরা ইত্যাদি) অপসারণ করা প্রয়োজন। মাটিতে পাথর কণা থাকলে বা ধারালো কোন কিছু থাকলে নিডিং (শহবধফরহম) করার সময় আঘাত পাওয়া সম্ভাবনা থাকে তাই তা দক্ষতার সাথে খেয়াল করে ভালভাবে অপসারণ করা উচিৎ। মাটির ভিতরে থাকা সুক্ষè কণার অপদ্রব্য গুলো আস্তে আস্তে হাতের সাহায্যে অপসারণ করাকে নিডিং বলে। প্রয়োজনে মাটিকে চালনী দ্বারা চালতে হবে অথবা মাটিকে পানি দ্বারা ধুয়ে অপদ্রব্য অপসারণ করে মাটিকে শুকাতে হবে। মাটিকে নিডিং করার সময় দুই হাতের বৃদ্ধাঙ্গুলি (ঃযঁসন) ব্যবহার করে মাটিকে নিষ্পিষ্ট (সধংয) করতে হবে ফলে যদি কোন কাকর বা অন্য কোন কণা থাকে তবে তা অনুভব করা যাবে। যদি কোন অপদ্রব্য অনুভূত হয় তবে তা হাতের সাহায্যে অপসারণ করতে হবে। 

ক্লে বডি তৈরি 

প্রকৃতি হতে প্রাপ্ত মাটিতে ময়েশচার (সড়রংঃঁৎব) বা পানি পরিমাণ কাজের উপযুগী অনুসারে থাকে না। তাই মাটিকে কার্যউপযুগী করতে মাটির সাথে কাজের প্রয়োজন অনুযায়ী পানি মিশ্রিত করতে হবে। মাটিতে পানি প্রয়োগ করলে মাটি আঠালো (ঢ়ষধংঃরপরঃু) হয় যা দ্রব্য উৎপাদনে ভূমিকা রাখে। কিন্তু মাটিতে যে কোন পরিমান পানি প্রয়োগ করা যাবে না। তার জন্য প্রয়োজন কার্যউপযুগী করার সমপরিমান পানি মিশ্রিত করা। আদর্শ আঠালোক্লে বডিতে ময়েশচারের পরিমাণ ১৮%-২৫% হওয়া উচিৎ। 

মাটিকে হাতের সাহায্যে চাক ভেঙ্গে যথা সম্ভব পাউডার করে নিতে হয়। এভাবে পাউডার করা মাটিতে প্রয়োজন মত পানি দিয়ে ২৪ ঘন্টা ফেলে রাখা হয়। এতে করে মাটি কিছুটা এজিং (ধমরহম) হয়। পানি মিশানো মাটিকে এবার হাত বা পা দিয়ে দলিত মথিত করে নেওয়া হয় যেন মাটিতে কোন শক্ত কণা না থাকে। এভাবে দলিত মথিত কালে মাটি বেশ নরম হবে অথচ হাতে বা পায়ে মাটি লেগে থাকবে না এরূপ পর্যায়কে সঠিক ধরে নিতে হবে। এতে করে মাটি প্রয়োজনীয় আর্দ্র হয়। যদি আদ্রর্তা বেশি হয় তবে আরো কিছু সময় দলিত মথিত করতে হবে অথবা কিছু অতিরিক্ত শুস্ফমাটি যোগ করা যেতেপারে। এ কাজ বারবার করে উপয়ুক্ত মাটি তৈরি করতে হয়।



ক্লে বডি পাগিং

ক্লে বডিকে পাগিং করা অতি জরুরী। কারণ ক্লে বডির অভ্যন্তরে প্রচুর পরিমানে বায়ু থাকে। তাছাড়া মাটিতে ময়েশচারের (সড়রংঃঁৎব) পরিমান সমসক্ত রাখার জন্যেও ক্লে বডি পাগিং (ঢ়ঁমমরহম) করা প্রয়োজন। 

প্রথমে প্রয়োজন অনুযায়ী মাটি একটি শক্ত টেবিলের উপররাখতে হবে। তার পার মাটিকে দুই হাতের তালুতে নিয়ে টেবিলের উপর নিক্ষেপ করতে হবে এবং দলিত মথিত করতে হবে। মথিত করার সময় খেয়াল রাখতে হবে যেন মাটির বডিটি স্কয়ার কা কিউব সেপের হয় তারপর একটি হাতে ক্লে বডিকে আলতো ভাবে ধরতে হবে এবং অন্য হাতের তালুর নি¤œাংশ বরাবর চাপ প্রয়োগ করতে হবে। এভাবে দশ থেকে বিশ বার বডিটি নিচের দিকে টেবিলের উপর মথিত করার পর আবার দুই হাতের তালু দিয়ে ঘুড়িয়ে ঘুড়িয়ে বডিকে মথিত করতে হবে এবং বডিকে টেবিলের উপর বারবার নিক্ষেপ করতে হবে। যদি বডি বেশি শক্ত হয় তবে বডিতে অল্প পানি মিশ্রিত করা যেতে পারে। এভাবে মাটিকে দলিত মথিত করার পর ক্লে কাটার দিয়ে মাটিকে দ্বিখন্ডিত করে দেখতে হবে বডির ভিতরে কোন ছিদ্র কা ফাঁকা আছে কিনা। যদি ছিদ্র পরিলক্ষিত হয় তবে বডিকে আবার দলিত মথিত করতে হবে পূর্বের নিয়মে। এভাবে বডিকে দলিত মথিত করার প্রক্রিয়াকে ফোরওয়ার্ড ওএজিং (ভড়ৎধিৎফ বিফমরহম) বা কাউস্ হেড (পধংি যবধফ) প্রক্রিয়া বলা হয়। কারণ বডিকে এভাবে দলিত মথিত করলে বডি দেখতে অনেকটা গরুর মূখমন্ডলীর ন্যায় আকৃতি ধারণ করে। ক্লে বডি পূর্ণ ছিদ্র বা বাতাস মুক্ত না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতেই থাকবে। 



সম্পন্ন হয়েছে